০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

পশ্চিম তীরে ফিলিস্তিনি জেনিন ক্যাম্পে ইসরায়েলি হামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ৪২০৪ বার দেখা হয়েছে

পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক বিমান হামলার মাধ্যমে শুরু হয় এই অভিযান। সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১২ জন আহত হয়েছেন।অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

আইডিএফ জানায়, সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করা হচ্ছে। এই অবস্থায় আমরা চুপ করে বসে থাকব না। ক্যাম্পটি একটি সন্ত্রাসী ঘাঁটি।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক নিয়ে গঠিত জেনিন ব্যাটালিয়ন। প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আমরা শেষ নিঃশ্বাস এবং বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। সব ফিলিস্তিনি ও সামরিক সংগঠন এক হয়ে লড়বো।

ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বলেন, ‘ইসরায়েলি সেনার গাড়ির বহর ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করেছে।’

ইসরায়েলি সামরিক বাহিনী গত মাসে জেনিন ক্যাম্পে একটি অভিযান চালালে কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়। কয়েক বছরের মধ্যে সেবার প্রথমবারের মতো পশ্চিম তীরে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় সাতজন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

পশ্চিম তীরে ফিলিস্তিনি জেনিন ক্যাম্পে ইসরায়েলি হামলা

আপডেট: ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক বিমান হামলার মাধ্যমে শুরু হয় এই অভিযান। সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১২ জন আহত হয়েছেন।অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

আইডিএফ জানায়, সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করা হচ্ছে। এই অবস্থায় আমরা চুপ করে বসে থাকব না। ক্যাম্পটি একটি সন্ত্রাসী ঘাঁটি।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক নিয়ে গঠিত জেনিন ব্যাটালিয়ন। প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আমরা শেষ নিঃশ্বাস এবং বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। সব ফিলিস্তিনি ও সামরিক সংগঠন এক হয়ে লড়বো।

ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বলেন, ‘ইসরায়েলি সেনার গাড়ির বহর ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করেছে।’

ইসরায়েলি সামরিক বাহিনী গত মাসে জেনিন ক্যাম্পে একটি অভিযান চালালে কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়। কয়েক বছরের মধ্যে সেবার প্রথমবারের মতো পশ্চিম তীরে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় সাতজন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হন।

ঢাকা/এসএম