পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

- আপডেট: ০৩:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১০৫২১ বার দেখা হয়েছে
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে। খবর ডন ও জিও নিউজ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিবেদনে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০ মুসল্লি আহত হয়েছেন। তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮
ডন জানিয়েছে, বেলা পৌনে ২টার দিকে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
ঢাকা/এসএম