০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

পাকিস্তানে ১৫ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১০৩৭১ বার দেখা হয়েছে

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে ফের বেড়েছে পেট্রোল এবং হাইস্পিড ডিজেলের দাম। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

দাম বৃদ্ধির ফলে আজ ১ জুলাই থেকে পাকিস্তানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপিতে এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে।

এর আগে সর্বশেষ ১৬ জুন পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল পাকিস্তানে। পেট্রোলের দাম বেড়েছিল ৪ দশমিক ৮০ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল ৭ দশমিক ৯৫ রুপি।

পাকিস্তানের তেল ও গ্যাস বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগরা)-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে তারা পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ

২৪ জুন যুদ্ধবিরতির পর থেকে অবশ্য আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম।

সাম্প্রতিক পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে পাকিস্তানের নিম্ন ও মধ্যবিত্ত লোকজন। কারণ তেল ও হাইস্পিড ডিজেল উভয়েই যাতায়াত ও পরিবহনের সঙ্গে সম্পর্কিত। পরিবহন ব্যয় বাড়লে স্বাভাবিকভাবেই সব জিনিসের ওপর তার প্রভাব পড়বে।

সূত্র: জিও নিউজ

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পাকিস্তানে ১৫ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আপডেট: ০১:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে ফের বেড়েছে পেট্রোল এবং হাইস্পিড ডিজেলের দাম। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

দাম বৃদ্ধির ফলে আজ ১ জুলাই থেকে পাকিস্তানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপিতে এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে।

এর আগে সর্বশেষ ১৬ জুন পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল পাকিস্তানে। পেট্রোলের দাম বেড়েছিল ৪ দশমিক ৮০ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল ৭ দশমিক ৯৫ রুপি।

পাকিস্তানের তেল ও গ্যাস বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগরা)-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে তারা পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ

২৪ জুন যুদ্ধবিরতির পর থেকে অবশ্য আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম।

সাম্প্রতিক পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে পাকিস্তানের নিম্ন ও মধ্যবিত্ত লোকজন। কারণ তেল ও হাইস্পিড ডিজেল উভয়েই যাতায়াত ও পরিবহনের সঙ্গে সম্পর্কিত। পরিবহন ব্যয় বাড়লে স্বাভাবিকভাবেই সব জিনিসের ওপর তার প্রভাব পড়বে।

সূত্র: জিও নিউজ

ঢাকা/এসএইচ