পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

- আপডেট: ১০:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১০৪৩৯ বার দেখা হয়েছে
দেশে থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সাক্ষাতের সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চান তিনি।
জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি আছেন। তারা ব্রিটিশ সমাজের একটি অংশ।
আরও পড়ুন: আব্দুল্লাহ আল মাহমুদের শেয়ার কারসাজি: অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
পরে ড. ইউনূস আরও বলেন, যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন, সেখানে ফেল করার কোনো সুযোগ নেই।
ঢাকা/এসআর