০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় ভারত ও পাকিস্তানের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৪৮ বার দেখা হয়েছে

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় দেশের কারাগারে বন্দি পরস্পরের নাগরিকদের একটি তালিকাও বিনিময় করেছে দুই দেশ। রবিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় মিশনের কাছে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি মিশনের কাছে ভারতে পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে।

এক দশকের পুরনো একটি চুক্তির আওতায় তাদের এই তালিকা বিনিময়ের ঘটনা ঘটেছে। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৯২ সাল থেকে প্রতি বছর জানুয়ারির প্রথম দিনটিতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি এই তালিকা আদানপ্রদান করে থাকে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সামরিক সংঘাতের ঘটনা ঘটেছে। গত বছর ভারতের একটি ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানের মাটিতে গিয়ে পড়লে এ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকা/এসএম

শেয়ার করুন

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় ভারত ও পাকিস্তানের

আপডেট: ০৭:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় দেশের কারাগারে বন্দি পরস্পরের নাগরিকদের একটি তালিকাও বিনিময় করেছে দুই দেশ। রবিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় মিশনের কাছে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি মিশনের কাছে ভারতে পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে।

এক দশকের পুরনো একটি চুক্তির আওতায় তাদের এই তালিকা বিনিময়ের ঘটনা ঘটেছে। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৯২ সাল থেকে প্রতি বছর জানুয়ারির প্রথম দিনটিতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি এই তালিকা আদানপ্রদান করে থাকে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সামরিক সংঘাতের ঘটনা ঘটেছে। গত বছর ভারতের একটি ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানের মাটিতে গিয়ে পড়লে এ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকা/এসএম