পারিবারিক আদালতে অন্য মামলাও নিষ্পত্তির চিন্তা করছে সরকার: আসিফ নজরুল

- আপডেট: ০৩:৪১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১০৪৭২ বার দেখা হয়েছে
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের আদালতগুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক আদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি অন্য মামলাও একই আদালতের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চিন্তা করছে সরকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জেলা জজ কোর্ট ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় ন্যাস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপ-সচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, জিয়াবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ