১১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

পিতৃত্ব অস্বীকার করায় সাবেক এমপি কারাগারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার করার অভিযোগের মামলায় পাবনা-২ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী লুৎফর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২২ সালের এপ্রিলে এক নারী এ মামলা করেন। তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালে বাদীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। ২০০১ সালের শেষ দিকে আসামির সঙ্গে তাঁর পরিচয় হয়। আসামি ওই নারীকে জানান, তাঁর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন। পরে তাঁরা বিয়ে করেন।

আরও পড়ুন: হজ যাত্রীদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

২০০৮ সালের ১৬ জানুয়ারি তাঁদের একটি কন্যাসন্তান হয়। এক পর্যায়ে আসামি ওই নারীর বাসায় আসা বন্ধ করে দেন। পরে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, আসামির প্রথম পক্ষের স্ত্রী ও কন্যাসন্তান আছে। এমনকি ওই ব্যক্তি বাদীর কাছে নিজের নাম ফারুক হোসেন বলে প্রচার করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিথ্যা তথ্য ও পরিচয় দিয়ে বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই বিয়ের নামে প্রতারণা করেছেন ওই ব্যক্তি। এর পর আসামি কয়েকবার নিজে এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। এক পর্যায়ে আসামি তাঁর সঙ্গে বিয়ে ও কন্যাসন্তানের পিতৃপরিচয়কেই অস্বীকার করেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পিতৃত্ব অস্বীকার করায় সাবেক এমপি কারাগারে

আপডেট: ০১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার করার অভিযোগের মামলায় পাবনা-২ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী লুৎফর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২২ সালের এপ্রিলে এক নারী এ মামলা করেন। তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালে বাদীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। ২০০১ সালের শেষ দিকে আসামির সঙ্গে তাঁর পরিচয় হয়। আসামি ওই নারীকে জানান, তাঁর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন। পরে তাঁরা বিয়ে করেন।

আরও পড়ুন: হজ যাত্রীদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

২০০৮ সালের ১৬ জানুয়ারি তাঁদের একটি কন্যাসন্তান হয়। এক পর্যায়ে আসামি ওই নারীর বাসায় আসা বন্ধ করে দেন। পরে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, আসামির প্রথম পক্ষের স্ত্রী ও কন্যাসন্তান আছে। এমনকি ওই ব্যক্তি বাদীর কাছে নিজের নাম ফারুক হোসেন বলে প্রচার করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিথ্যা তথ্য ও পরিচয় দিয়ে বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই বিয়ের নামে প্রতারণা করেছেন ওই ব্যক্তি। এর পর আসামি কয়েকবার নিজে এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। এক পর্যায়ে আসামি তাঁর সঙ্গে বিয়ে ও কন্যাসন্তানের পিতৃপরিচয়কেই অস্বীকার করেন।

ঢাকা/এসএ