০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ৪১৭৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ আগস্ট তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে এই সময়ের মধ্যে আমানতকারীদের দেনা পরিশোধের বিষয়েও সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ সম্প্রতি এ আদেশ দিয়েছেন। বুধবার সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

এদিকে পিপলস লিজিং পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস।

এর আগে গত ১ জুন পিপলস লিজিংয়ে হাইকোর্টের নিয়োগ করা বোর্ড চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

গত বছরের ২৮ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট।

বোর্ডের সদস্য হিসেবে সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে রাখা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

আপডেট: ০২:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ আগস্ট তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে এই সময়ের মধ্যে আমানতকারীদের দেনা পরিশোধের বিষয়েও সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ সম্প্রতি এ আদেশ দিয়েছেন। বুধবার সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

এদিকে পিপলস লিজিং পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস।

এর আগে গত ১ জুন পিপলস লিজিংয়ে হাইকোর্টের নিয়োগ করা বোর্ড চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

গত বছরের ২৮ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট।

বোর্ডের সদস্য হিসেবে সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে রাখা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন।

ঢাকা/টিএ