পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিতে চাই: বিএসইসি চেয়ারম্যান

- আপডেট: ০১:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
পূ্ঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান তিনি। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।
আরও পড়ুন: যে কারণে সোমবার বন্ধ থাকবে পুঁজিবাজার
আজ রবিবার সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর সাথে সৌজন্য বৈঠকে বিএসসির নতুন চেয়ারম্যানের খন্দকার রাশেদ মাকসুদ এসব বলেন। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ