০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করবে যুক্তরাজ্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৪১৪৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি সরকারি অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ করবে দেশটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৮ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাতে যুক্তরাজ্যের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।

বিএসইসির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কার্যালয়ে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্য প্রতিনিধিরা।

কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান ও আব্দুল হালিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হয়েছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্য মিউনিসিপাল বন্ডে বিনিয়োগের বিষয়ে সম্মতি জানিয়েছে।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের সরকার গভীর আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে পুঁজিবাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তাদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ, কমোডিটি এক্সচেঞ্জ সৃষ্টি  করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজা এবং ফিনটেক প্রোডাক্ট মার্কেট চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়েই তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে।’ এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের বিনিয়োগ আসলে আগামীতে দেশের পুঁজিবাজার আরো বেশি শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করবে যুক্তরাজ্য

আপডেট: ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি সরকারি অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ করবে দেশটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৮ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাতে যুক্তরাজ্যের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।

বিএসইসির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কার্যালয়ে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্য প্রতিনিধিরা।

কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান ও আব্দুল হালিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হয়েছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্য মিউনিসিপাল বন্ডে বিনিয়োগের বিষয়ে সম্মতি জানিয়েছে।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের সরকার গভীর আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে পুঁজিবাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তাদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ, কমোডিটি এক্সচেঞ্জ সৃষ্টি  করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজা এবং ফিনটেক প্রোডাক্ট মার্কেট চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়েই তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে।’ এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের বিনিয়োগ আসলে আগামীতে দেশের পুঁজিবাজার আরো বেশি শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।’

ঢাকা/টিএ