পুঁজিবাজারের ভবিষ্যৎ সংকটে: বিএমবিএর কড়া সতর্কবার্তা

- আপডেট: ০৪:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১০৫০৯ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সেইসঙ্গে উদ্বুদ্ধ এ পরিস্থিতির দ্রুত ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, প্রায় এক বছর ধরে নতুন অর্থের যোগান না থাকায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে এবং বাজারে দীর্ঘদিন মন্দাভাব বিরাজমান রয়েছে। বিএমবিএ মনে করে, উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কারও কাম্য নয়। বর্তমানে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো ও অস্তিত্ব সংকটে রয়েছে।
আরও পড়ুন: বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারের কার্যালয়ে যোগদান
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংকটের দ্রুত সমাধান না করা হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে নিরুৎসাহিত হবেন। এ কারণে বাজারের বৃহত্তর স্বার্থে চলমান সংকট দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে বিএমবিএ।
ঢাকা/এসএইচ