পুঁজিবাজারে আর্থিক ও বীমা কোম্পানির বিনিয়োগের তথ্য দাখিলের নির্দেশ

- আপডেট: ০৮:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এসব তথ্য সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) সমন্বিত প্রতিবেদন তৈরি করে দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি।
ফলে লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের মার্চ মাসের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য এপ্রিল মাসে স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেবে। ওই বিনিয়োগের তথ্যগুলো সমন্বয় করে ডিএসই ও সিএসই কমিশনে প্রতিবেদন আকারে দাখিল করা হবে।
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসির পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জ বিনিয়োগের তথ্য চাওয়ার চিঠিটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেবে। একইসঙ্গে ডিএসই ও সিএসই কোম্পানিগুলোর দেওয়া তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কমিশনের দাখিল করবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার রাইজিংবিডিকে বলেন, ‘স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সকল লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তাদের শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে কমিশন। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকেও দায়িত্ব দেওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জ বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে।’
সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে স্টক এক্সচেঞ্জ।’
ঢাকা/টিএ