০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

পুঁজিবাজারে কমপ্লায়েন্স সংস্কৃতি শুধু বাধ্যবাধকতা নয়, আস্থার ভিত্তি: ডিএসই পরিচালক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী বলেছেন, পুঁজিবাজারে নিয়ম মেনে চলার সংস্কৃতি (কমপ্লায়েন্স) শুধু কোনো বাধ্যবাধকতার বিষয় নয়, বরং এটি স্থিতিশীলতা, স্বচ্ছতা ও আস্থার অন্যতম ভিত্তি । তিনি বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং আইনকানুন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা—এই দুই বিষয়কে প্রতিনিধিদের জন্য অপরিহার্য।

ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চারদিনব্যাপী (৮–১৮ সেপ্টেম্বর, ২০২৫) প্রশিক্ষণ কর্মশালা ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারএক্টিভ ইস্যুজ ফর দি স্টেকহোল্ডারস’-এর সমাপনী দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন শাকিল রিজভী।

তিনি বলেন, আইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত আছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার হাউজকে আরও উন্নত করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. আবুল কালাম এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আস্থার পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।

শাকিল রিজভী আরও আশা প্রকাশ করে বলেন, আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের বাস্তব কাজে সহায়ক হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

চারদিনব্যাপী কর্মশালায় ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডিএসই পরিচালক মো. শাকিল রিজভী।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারে কমপ্লায়েন্স সংস্কৃতি শুধু বাধ্যবাধকতা নয়, আস্থার ভিত্তি: ডিএসই পরিচালক

আপডেট: ০৫:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী বলেছেন, পুঁজিবাজারে নিয়ম মেনে চলার সংস্কৃতি (কমপ্লায়েন্স) শুধু কোনো বাধ্যবাধকতার বিষয় নয়, বরং এটি স্থিতিশীলতা, স্বচ্ছতা ও আস্থার অন্যতম ভিত্তি । তিনি বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং আইনকানুন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা—এই দুই বিষয়কে প্রতিনিধিদের জন্য অপরিহার্য।

ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চারদিনব্যাপী (৮–১৮ সেপ্টেম্বর, ২০২৫) প্রশিক্ষণ কর্মশালা ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারএক্টিভ ইস্যুজ ফর দি স্টেকহোল্ডারস’-এর সমাপনী দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন শাকিল রিজভী।

তিনি বলেন, আইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত আছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার হাউজকে আরও উন্নত করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. আবুল কালাম এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আস্থার পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।

শাকিল রিজভী আরও আশা প্রকাশ করে বলেন, আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের বাস্তব কাজে সহায়ক হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

চারদিনব্যাপী কর্মশালায় ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডিএসই পরিচালক মো. শাকিল রিজভী।

ঢাকা/এসএইচ