০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের মানববন্ধন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৪১৮১ বার দেখা হয়েছে

দেশের পুঁজিবাজারে টানা ৮দিন ধরে দরপতন চলছে। ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন ঘটে। এরপর থেকেই সূচক ক্রমাগত পতনমুখী অবস্থানে রয়েছে।  এমন অবস্থায় মানববন্ধনে নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে পুঁজিবাজারের চলমান ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন। এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে সমাবেত হন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে।

পুঁজিবাজারে দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে বিনিয়োগকারীরা দাবি জানিয়েছেন।

এদিকে, আজ বেলা ১০ টা ৩০ পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

লেনদেনের প্রথম ঘন্টাতেই ৪৫ দশমিক ৩৮ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।

আরও পড়ুন: বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিবিএ

এরআগে সপ্তাহের প্রথাম কার্যদিবস সোমবারও ব্যাপকও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের মানববন্ধন

আপডেট: ০১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দেশের পুঁজিবাজারে টানা ৮দিন ধরে দরপতন চলছে। ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন ঘটে। এরপর থেকেই সূচক ক্রমাগত পতনমুখী অবস্থানে রয়েছে।  এমন অবস্থায় মানববন্ধনে নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে পুঁজিবাজারের চলমান ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন। এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে সমাবেত হন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে।

পুঁজিবাজারে দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে বিনিয়োগকারীরা দাবি জানিয়েছেন।

এদিকে, আজ বেলা ১০ টা ৩০ পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

লেনদেনের প্রথম ঘন্টাতেই ৪৫ দশমিক ৩৮ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।

আরও পড়ুন: বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিবিএ

এরআগে সপ্তাহের প্রথাম কার্যদিবস সোমবারও ব্যাপকও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এসএ