০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

পুঁজিবাজারে মূলধন কমেছে চার হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ৪২৪২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৩ থেকে ১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসইতে মোট বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১০.০৭ শতাংশ। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ১৬৩ কোটি টাকা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮.০৫ শতাংশ লেনদেন কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৪১৪ কোটি ২৮ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার বা  ২৯.০৭ শতাংশ গড় লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা  দশমিক ৬৭ শতাংশ কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১২১.৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে ইমাম বাটন

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৩ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১ কোটি ৭৬ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে এবং ১৩৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৫ হাজার ৮৪১ কোটি ৪১ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৪৩ কোটি ২৫ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৮ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে মূলধন কমেছে চার হাজার কোটি টাকা

আপডেট: ০১:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৩ থেকে ১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসইতে মোট বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১০.০৭ শতাংশ। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ১৬৩ কোটি টাকা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮.০৫ শতাংশ লেনদেন কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৪১৪ কোটি ২৮ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার বা  ২৯.০৭ শতাংশ গড় লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা  দশমিক ৬৭ শতাংশ কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১২১.৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে ইমাম বাটন

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৩ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১ কোটি ৭৬ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে এবং ১৩৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৫ হাজার ৮৪১ কোটি ৪১ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৪৩ কোটি ২৫ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৮ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা/টিএ