১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

পুঁজিবাজারে মূলধন কমেছে তিন হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৪৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন প্রায় তিন হাজার বা ২ হাজার ৯৮৮ কোটি টাকা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৬২৬ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকা কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা  দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৩৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার অনেক চাঙা হবে: শিবলী রুবাইয়াত

অপরদিকে, দেশের অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮ পয়েন্টে, একহাজার ৩০৬ পয়েন্টে এবং একহাজার ১৬৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৪০৮ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ২৭টির , দর কমেছে ১০৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০৫টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ২৫৩ কোটি ৯২ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৮৯১ কোটি ৯২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৬২ কোটি টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে মূলধন কমেছে তিন হাজার কোটি টাকা

আপডেট: ০২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন প্রায় তিন হাজার বা ২ হাজার ৯৮৮ কোটি টাকা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৬২৬ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকা কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা  দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৩৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার অনেক চাঙা হবে: শিবলী রুবাইয়াত

অপরদিকে, দেশের অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮ পয়েন্টে, একহাজার ৩০৬ পয়েন্টে এবং একহাজার ১৬৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৪০৮ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ২৭টির , দর কমেছে ১০৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০৫টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ২৫৩ কোটি ৯২ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৮৯১ কোটি ৯২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৬২ কোটি টাকা।

ঢাকা/টিএ