০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

পুঁজিবাজার ওঠানামা করবে এটা স্বাভাবিক: ছায়েদুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ৪১৯৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার ওঠানামা করবে এটি একটি স্বাভাবিক বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। তিনি বলেন, বিশ্বের সকল দেশের পুঁজিবাজার ওঠানামা করে। পুঁজিবাজারে ওঠানামার কারণে ভয় পাওয়া উচিত না।

আজ বুধবার (২৪ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজার অনেক সেনসিটিভ একটি স্থান। এখানে সামান্য ভুলের কারণে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কোনো রিপোর্ট লেখার আগে সংশ্লিষ্ট বিষয়ে ক্রস চেক করা উচিত। যাতে করে বিনিয়োগকারীরা সঠিক তথ্য পায়। তবে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা একমাত্র বড় ভূমিকা পালন করতে পারেন।’

তিনি বলেন, ‘গুজবের কারণে পুঁজিবাজার অনেক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য পুঁজিবাজারকে গুজব থেকে রক্ষা করতে হবে। এতে বিনিয়োগকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়।’

আরও পড়ুন: ‘গুজবে কান দিয়ে নামমাত্র মুল্যে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। তবে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো শিক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে শিখতে হবে। এসব পুঁজিবাজার সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়গুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে দেশের পুঁজিবাজার অনেক উপকৃত হবে।’

এসময় শার্প সিকিউরিটিজের পরিচালক মেজর (অব) সৈয়দ গোলাম ওয়াদুদ বলেন, ‘পাঠকদের সঠিক তথ্য জানাতে আগে নিজেকে জানতে হবে। পুঁজিবাজার একটি টেকনিক্যাল মার্কেট। এর নিজস্ব কিছু বিষয় রয়েছে। এগুলো আমাদের আয়ত্ত করতে হবে।’

আরও পড়ুন: বন্ড ও মিউচ্যুয়াল ফান্ডের এক্সপোজার ইস্যুতে গভর্নরকে বিএমবিএ’র চিঠি

আরও পড়ুন: প্রকৌশল খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হালচাল!।

আরও পড়ুন: যেসব কারণে পুঁজিবাজারে বিনিয়োগে লোকসানের সম্মুখীন বিনিয়োগকারীরা

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

পুঁজিবাজার ওঠানামা করবে এটা স্বাভাবিক: ছায়েদুর রহমান

আপডেট: ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার ওঠানামা করবে এটি একটি স্বাভাবিক বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। তিনি বলেন, বিশ্বের সকল দেশের পুঁজিবাজার ওঠানামা করে। পুঁজিবাজারে ওঠানামার কারণে ভয় পাওয়া উচিত না।

আজ বুধবার (২৪ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজার অনেক সেনসিটিভ একটি স্থান। এখানে সামান্য ভুলের কারণে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কোনো রিপোর্ট লেখার আগে সংশ্লিষ্ট বিষয়ে ক্রস চেক করা উচিত। যাতে করে বিনিয়োগকারীরা সঠিক তথ্য পায়। তবে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা একমাত্র বড় ভূমিকা পালন করতে পারেন।’

তিনি বলেন, ‘গুজবের কারণে পুঁজিবাজার অনেক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য পুঁজিবাজারকে গুজব থেকে রক্ষা করতে হবে। এতে বিনিয়োগকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়।’

আরও পড়ুন: ‘গুজবে কান দিয়ে নামমাত্র মুল্যে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। তবে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো শিক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে শিখতে হবে। এসব পুঁজিবাজার সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়গুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে দেশের পুঁজিবাজার অনেক উপকৃত হবে।’

এসময় শার্প সিকিউরিটিজের পরিচালক মেজর (অব) সৈয়দ গোলাম ওয়াদুদ বলেন, ‘পাঠকদের সঠিক তথ্য জানাতে আগে নিজেকে জানতে হবে। পুঁজিবাজার একটি টেকনিক্যাল মার্কেট। এর নিজস্ব কিছু বিষয় রয়েছে। এগুলো আমাদের আয়ত্ত করতে হবে।’

আরও পড়ুন: বন্ড ও মিউচ্যুয়াল ফান্ডের এক্সপোজার ইস্যুতে গভর্নরকে বিএমবিএ’র চিঠি

আরও পড়ুন: প্রকৌশল খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হালচাল!।

আরও পড়ুন: যেসব কারণে পুঁজিবাজারে বিনিয়োগে লোকসানের সম্মুখীন বিনিয়োগকারীরা

ঢাকা/টিএ