১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পুরোনো ২টি জাহাজ ৩৭ কোটি টাকায় বিক্রি করল বিএসসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ক্ষতিগ্রস্ত তেলবাহী ২টি ট্যাংকার জাহাজ ৩৬ কোটি ৬৯ লাখ টাকায় বিক্রি করেছে। সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এই দুটি জাহাজ কিনেছে। এই ট্যাংকার জাহাজ দুটি হলো এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ট্যাংকার দুটি বিক্রির জন্য দরপত্র নিলামে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা ছিল মাস্টার অ্যান্ড ব্রাদার্স, যারা ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ জাহাজ দুটি কেনার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। ৫ মার্চ, ২০২৫ তারিখে এই ট্যাংকার দুটি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামে শিপিং করপোরেশনের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। এ সময় শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএসসি জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসির তেলবাহী ট্যাংকার এমটি বাংলার জ্যোতি-তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানির আরেকটি ট্যাংকার এমটি বাংলার সৌরভ-এ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকারে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। এই কারণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বিএসইসি চেয়ারম্যানের সাথে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের সাক্ষাৎ

সংবাদ সম্মেলনে জানানো হয়, এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ ট্যাংকার দুটি ১৯৮৮ সালে মোট ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে কেনা হয়েছিল। প্রতিটি ট্যাংকারের তেল পরিবহন ক্ষমতা ছিল ১৪,৫৪১ টন। গত ৩৮ বছরে এই দুটি ট্যাংকার ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে, যার মাধ্যমে বিএসসি প্রায় ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।

বিক্রির পর, ট্যাংকার দুটি সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ক্রেতা প্রতিষ্ঠান জিরি সুবেদার এই ট্যাংকার দুটি কাটিয়ে বিক্রি করবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুরোনো ২টি জাহাজ ৩৭ কোটি টাকায় বিক্রি করল বিএসসি

আপডেট: ১১:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ক্ষতিগ্রস্ত তেলবাহী ২টি ট্যাংকার জাহাজ ৩৬ কোটি ৬৯ লাখ টাকায় বিক্রি করেছে। সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এই দুটি জাহাজ কিনেছে। এই ট্যাংকার জাহাজ দুটি হলো এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ট্যাংকার দুটি বিক্রির জন্য দরপত্র নিলামে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা ছিল মাস্টার অ্যান্ড ব্রাদার্স, যারা ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ জাহাজ দুটি কেনার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। ৫ মার্চ, ২০২৫ তারিখে এই ট্যাংকার দুটি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামে শিপিং করপোরেশনের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। এ সময় শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএসসি জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসির তেলবাহী ট্যাংকার এমটি বাংলার জ্যোতি-তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানির আরেকটি ট্যাংকার এমটি বাংলার সৌরভ-এ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকারে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। এই কারণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বিএসইসি চেয়ারম্যানের সাথে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের সাক্ষাৎ

সংবাদ সম্মেলনে জানানো হয়, এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ ট্যাংকার দুটি ১৯৮৮ সালে মোট ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে কেনা হয়েছিল। প্রতিটি ট্যাংকারের তেল পরিবহন ক্ষমতা ছিল ১৪,৫৪১ টন। গত ৩৮ বছরে এই দুটি ট্যাংকার ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে, যার মাধ্যমে বিএসসি প্রায় ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।

বিক্রির পর, ট্যাংকার দুটি সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ক্রেতা প্রতিষ্ঠান জিরি সুবেদার এই ট্যাংকার দুটি কাটিয়ে বিক্রি করবে।

ঢাকা/এসএইচ