পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে বেলমিরো

- আপডেট: ০১:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
কিংবদন্তি পেলে বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়সে মারা গেছেন। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন তিনি। ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। সর্বকালের সেরা খ্যাত পেলের চাওয়া মতোই তাকে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হবে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সেরা খেলোয়াড়কে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে বেলমিরো। স্টেডিয়ামে ‘ভিভা ও রেই’ লিখে একটি ব্যানার বসানো হয়েছে। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার পর ‘ও রেই’ নাম দেওয়া হয়েছিল তার। অন্য পাশে পেলে, ৮২ বছর’ লিখে রাখা হয়েছে।
দুই লেখার মাঝখানে বসানো হয়েছে পেলের বড় একটা ছবিসহ ব্যানার। যে ছবিতে নাম্বার টেন জার্সি পরা পেলে উদযাপন করছেন। তাকে হারানোর শোক ব্রাজিলিয়ানদের ঘিরে ধরেছে। সেজন্য সবগুলো সাদা-কালো ব্যানার বসানো হয়েছে। সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন করার জন্য আরও কিছু কাজ বাকি আছে।
আরও পড়ুন: দায়িত্বে ফিরেই ১৭ কার্ড দিলেন লাহোজ
পুরো বিষয়টি দেখভাল করবেন সাও পাওলোর ফায়ার সার্ভিস বিভাগ ও মিলিটারি পুলিশ। তারাই পেলের মরদেহ নিয়ে আসবেন সান্তোসের ভিলা বেলমিরোতে। তাকে ২৪ ঘণ্টা রাখা হবে সেখানে। এরপর সাও পাওলোর রাস্তায় প্যারেড করা হবে। ৩ জানুয়ারি পরিবারের একান্তজনদের নিয়ে তাকে সমাহিত করা হবে।
ঢাকা/এসএম