পেলের নামে রাখা হবে কেপ ভার্দে স্টেডিয়াম

- আপডেট: ০৬:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের প্রতিটি দেশকে তাদের একটি করে স্টেডিয়ামের নাম পেলের নামে রাখার আহ্বান জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে আবেদনেই যেন প্রথম সাড়া দিলো কেপ ভার্দে।
আফ্রিকাদের এই দেশটির প্রধানমন্ত্রী উলিস কোরেয়া তাদের জাতীয় স্টেডিয়াম ‘এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দের’ নাম বদলে ‘পেলে স্টেডিয়াম’ করার ঘোষণা দিয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোরেয়া তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, আমরা দ্রুতই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করবো। এটা তার প্রতি আমাদের সম্মান। পেলে একজন কিংবদন্তী, তার নাম সবসময়ই সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।
পুরো বিশ্বেই পেলের নামে স্টেডিয়াম করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পেলেকে শারীরিকভাবে আর না পাওয়া গেলেও সবার মনে তিনি থেকে যাবেন বলেও মন্তব্য করেন উলিসেস কোরেইয়া।
আরও পড়ুন: ঋণ অবলোপন নীতিমালায় শিথিলতা
কোলন ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার দুই দিনব্যাপী শেষকৃত্যে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন প্রায় আড়াই লাখ মানুষ। গতকাল পেলের মরদেহ মেমোরিয়া নেকরোপোল অ্যাকিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হয়েছে।
ঢাকা/এসএম