০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

প্রকৃত ঋণ খেলাপিদের ধরতে আইন সংশোধন করা হবে: সালমান এফ রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪১৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঋণ খেলাপি দেশের বড় সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এই সমস্যা ভারত, চীনসহ বিশ্বের সব দেশেই আছে। আমাদের দেশে যারা প্রকৃত ঋণ খেলাপি তাদের জন্য এক্সিটওয়ে বের করতে হবে। এসব উদ্যোক্তাদের বের করে আনতে, প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পিপিপি-ই ভবিষ্যৎ, আমাদের এই পথে যেতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (৩০ অক্টোবর) ‘ভিশন ২০৪১ অর্জনে পিপিপির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া আমাদের কোন উপায় নেই। পাবলিক পার্টনারশিপ প্রোজেক্টগুলোতে আমরা জোর দিচ্ছি। বর্তমানে এরকম ৭৬টি প্রোজেক্ট হাতে রয়েছে। এর মধ্যে ১টির কাজ শেষ হয়েছে। জাপানের সঙ্গে ৩ থেকে ৪টির কাজ চলমান রয়েছে। এছাড়া কোরিয়ার সঙ্গেও ৩ থেকে ৪টি প্রজেক্টের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আমরা এর সুফল পাবো।

আরও পড়ুন: ডলারে অতিরিক্ত মুনাফা কৃষি খাতে ব্যয়ের নির্দেশ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

প্রকৃত ঋণ খেলাপিদের ধরতে আইন সংশোধন করা হবে: সালমান এফ রহমান

আপডেট: ০৩:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঋণ খেলাপি দেশের বড় সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এই সমস্যা ভারত, চীনসহ বিশ্বের সব দেশেই আছে। আমাদের দেশে যারা প্রকৃত ঋণ খেলাপি তাদের জন্য এক্সিটওয়ে বের করতে হবে। এসব উদ্যোক্তাদের বের করে আনতে, প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পিপিপি-ই ভবিষ্যৎ, আমাদের এই পথে যেতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (৩০ অক্টোবর) ‘ভিশন ২০৪১ অর্জনে পিপিপির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া আমাদের কোন উপায় নেই। পাবলিক পার্টনারশিপ প্রোজেক্টগুলোতে আমরা জোর দিচ্ছি। বর্তমানে এরকম ৭৬টি প্রোজেক্ট হাতে রয়েছে। এর মধ্যে ১টির কাজ শেষ হয়েছে। জাপানের সঙ্গে ৩ থেকে ৪টির কাজ চলমান রয়েছে। এছাড়া কোরিয়ার সঙ্গেও ৩ থেকে ৪টি প্রজেক্টের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আমরা এর সুফল পাবো।

আরও পড়ুন: ডলারে অতিরিক্ত মুনাফা কৃষি খাতে ব্যয়ের নির্দেশ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন।

ঢাকা/এসএ