১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন মার্টিনেজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৪৫৭ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আজ সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দীর্ঘ ৩৮ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে ১১ ঘণ্টা অবস্থান করবেন এই বিশ্বসেরা গোলকিপার।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। মার্টিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কোম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে নুরের কোনো যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী

গুলশানের একটি অভিজাত হোটেলে ঘণ্টা তিনেক রেস্ট নিয়ে ফান্ডেড নেক্সট কার্যালয়ে যান মার্টিনেজ। সেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার।

ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন মার্টিনেজ

আপডেট: ০২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আজ সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দীর্ঘ ৩৮ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে ১১ ঘণ্টা অবস্থান করবেন এই বিশ্বসেরা গোলকিপার।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। মার্টিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কোম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে নুরের কোনো যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী

গুলশানের একটি অভিজাত হোটেলে ঘণ্টা তিনেক রেস্ট নিয়ে ফান্ডেড নেক্সট কার্যালয়ে যান মার্টিনেজ। সেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার।

ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’

ঢাকা/টিএ