প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ময়মনসিংহে চলবে বিশেষ ৮ ট্রেন

- আপডেট: ০২:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১০৪৬৯ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাবেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরোধে ময়মনসিংহ থেকে আটটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) এর পক্ষে তিনি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে আটটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই বিশেষ ট্রেনগুলো ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।
এদিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে। মূলত এই ট্রেনগুলোর রেক দিয়েই বিশেষ এই ট্রেন সার্ভিস চলবে। তাই একদিনের জন্য উপরোক্ত ট্রেনগুলো বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট এসএম নাজমুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে নির্বিঘ্ন রাখতে বিশেষ আটটি ট্রেন চলাচল করবে। তার জন্য বার্তা পেয়ে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শনিবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাবেশে ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন ঘোষণা আসবে এমন আশা নাগরিকদের। সমাবেশকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো শহর ছেয়ে গেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্টারে।
প্রধানমন্ত্রীর জনসভায় কমপক্ষে ১০ লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই বিশেষ ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা/টিএ