প্রধান কার্যালয়ের জন্য ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক

- আপডেট: ০২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১০২২৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি রাজধানীর মতিঝিলে তাদের কর্পোরেট প্রধান কার্যালয়ের জন্য ২১ দশমিক ৫ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকটি বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই তথ্য জানায়। জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রস্তাবিত ভবনটি রাজধানীর ৪৭, মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ভবনটির মোট আয়তন হবে ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট, যার মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট।
আরও পড়ুন: চলতি বছরেই পুঁজিবাজারে আসছে ২ সরকারি প্রতিষ্ঠান
এ সিদ্ধান্ত কার্যকর করতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন করবে। অনুমোদন পেলে ভবনটিতেই গড়ে উঠবে ডাচ-বাংলা ব্যাংকের কর্পোরেট হেড অফিস।
ঢাকা/এসএইচ