০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণ-অভ্যুত্থানে: বদিউল আলম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ১০২৮৭ বার দেখা হয়েছে

জুলাই অভ্যুত্থানে রেমিট্যান্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলইডি হলে ঐকমত্য কমিশনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষে জুলাই সনদে প্রবাসীদের ৫ দফা যুক্ত করার দাবিতে স্মারকলিপি দেয় ৬ সদস্যের প্রতিনিধি দল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. বদিউল আলম মজুমদার বলেন, রেমিট্যান্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ-অভ্যুত্থানে। এখন বর্তমান সরকারকে রেমিট্যান্স পাঠিয়ে তারা সহায়তা করছেন।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। পোস্টাল এবং অনলাইন ভোটিংয়ের সুপারিশ করেছিল কমিশন। প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

স্মারক দেয়া হয়েছে জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই ঘোষণাপত্রেও প্রবাসীদের অবদান উপেক্ষিত ছিল। তাই জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ করতে হবে। তাদের অবদান স্বীকৃতি না দিলে আবারও প্রবাসীরা রেমিট্যান্স বন্ধের মতো সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

সংসদে প্রবাসীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেন, কিছু দলকে প্রাধান্য দিচ্ছে সরকার। এতে তারা নিরপেক্ষতা হারাচ্ছেন। নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি, ফেব্রুয়ারিতে হবে কি না শতভাগ নিশ্চিত না।

ফারুক হাসান বলেন, নির্বাচনের আগে যে কার্যকর সংস্কারগুলো দরকার, সেগুলো করে ডিসেম্বরে নির্বাচন করলেও আপত্তি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি মনে করেন, সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, এর কোনো সুযোগ নেই। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করেই নিতে হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণ-অভ্যুত্থানে: বদিউল আলম

আপডেট: ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

জুলাই অভ্যুত্থানে রেমিট্যান্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলইডি হলে ঐকমত্য কমিশনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষে জুলাই সনদে প্রবাসীদের ৫ দফা যুক্ত করার দাবিতে স্মারকলিপি দেয় ৬ সদস্যের প্রতিনিধি দল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. বদিউল আলম মজুমদার বলেন, রেমিট্যান্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ-অভ্যুত্থানে। এখন বর্তমান সরকারকে রেমিট্যান্স পাঠিয়ে তারা সহায়তা করছেন।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। পোস্টাল এবং অনলাইন ভোটিংয়ের সুপারিশ করেছিল কমিশন। প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

স্মারক দেয়া হয়েছে জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই ঘোষণাপত্রেও প্রবাসীদের অবদান উপেক্ষিত ছিল। তাই জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ করতে হবে। তাদের অবদান স্বীকৃতি না দিলে আবারও প্রবাসীরা রেমিট্যান্স বন্ধের মতো সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

সংসদে প্রবাসীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেন, কিছু দলকে প্রাধান্য দিচ্ছে সরকার। এতে তারা নিরপেক্ষতা হারাচ্ছেন। নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি, ফেব্রুয়ারিতে হবে কি না শতভাগ নিশ্চিত না।

ফারুক হাসান বলেন, নির্বাচনের আগে যে কার্যকর সংস্কারগুলো দরকার, সেগুলো করে ডিসেম্বরে নির্বাচন করলেও আপত্তি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি মনে করেন, সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, এর কোনো সুযোগ নেই। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করেই নিতে হবে।

ঢাকা/এসএইচ