০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্মিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য জ্ঞান অর্জন করতে পারবেন। প্রশিক্ষণের ফলে আগামী প্রজন্ম বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবে। যা পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আপনাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়াও আপনারা ডিএসই’র ওয়েবসাইট ও বিভিন্ন ব্রোকারেজ হাউজ থেকে পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। যা আপনাদের পুঁজিবাজারে বিনিয়োগে সহায়তা করবে। এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান। তিনি প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিনিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেনিং একাডেমি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দে জন্য “পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা” -এর আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করে সক্ষমতা বৃদ্ধি করা। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পর্যায়ক্রমে সমগ্র দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত হবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ধারণ করবে শেয়ার মূল্য

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এবং সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এই ধরনের উদ্যোগের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে’

আপডেট: ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্মিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য জ্ঞান অর্জন করতে পারবেন। প্রশিক্ষণের ফলে আগামী প্রজন্ম বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবে। যা পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আপনাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়াও আপনারা ডিএসই’র ওয়েবসাইট ও বিভিন্ন ব্রোকারেজ হাউজ থেকে পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। যা আপনাদের পুঁজিবাজারে বিনিয়োগে সহায়তা করবে। এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান। তিনি প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিনিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেনিং একাডেমি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দে জন্য “পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা” -এর আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করে সক্ষমতা বৃদ্ধি করা। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পর্যায়ক্রমে সমগ্র দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত হবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ধারণ করবে শেয়ার মূল্য

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এবং সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এই ধরনের উদ্যোগের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান।

ঢাকা/টিএ