প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

- আপডেট: ১১:১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১০২৬৫ বার দেখা হয়েছে
দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০২৫ সালে প্রথমার্ধ শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথমার্ধ শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬৮ পয়সা।
২০২৫ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫ টাকা ২৯ পয়সা এবং ১৭ টাকা ১০ পয়সা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯ টাকা ৮৩ পয়সা এবং ৮ টাকা ৪৬ পয়সা।
আরও পড়ুন: প্যারামাউন্ট ইন্সুরেন্সের ইপিএস কমেছে ৪০ শতাংশ
২০২৫ এ প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। প্রথমার্ধ শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।
প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা/এসএইচ