০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি: পলক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

ঈদের দিন সারা দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে স্ত্রী সন্তানসহ সপরিবারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে পলক জানান, শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি তাকে আবেগতাড়িত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’

‘প্রিয়তমা’ মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে পলক বলেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে। ‘প্রিয়তমা’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যান্য মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন: অবসাদে ভুগেছেন কাজল

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আসুন। পরিবারকে সঙ্গে নিয়ে ‘প্রিয়তমা’ দেখুন।

উল্লেখ্য, সারাদেশে প্রায় ১০৭টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি: পলক

আপডেট: ০৩:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ঈদের দিন সারা দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে স্ত্রী সন্তানসহ সপরিবারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে পলক জানান, শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি তাকে আবেগতাড়িত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’

‘প্রিয়তমা’ মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে পলক বলেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে। ‘প্রিয়তমা’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যান্য মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন: অবসাদে ভুগেছেন কাজল

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আসুন। পরিবারকে সঙ্গে নিয়ে ‘প্রিয়তমা’ দেখুন।

উল্লেখ্য, সারাদেশে প্রায় ১০৭টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

ঢাকা/এসএম