১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

প্রিয় বন্ধুকে পেয়ে দারুণ খুশি নেইমার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • / ৪১৪৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: তাদের বন্ধুত্বের গল্পটা তো অনেকেরই জানা। সব শেষে কোপা আমেরিকার ফাইনালের পর যখন গোটা বিশ্ব দুই শিবিরে তখন তারা দু’জন কিনা একসঙ্গে গল্পে মাতলেন হাসিমুখে। লিওনেল মেসি আর নেইমারের সম্পর্কটা এমনই। বার্সেলোনাতেও মধুর সময় কেটেছে তাদের। ফের আবার ক্লাব ফুটবলে সতীর্থ বনে গেলেন আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই ফুটবলার। 

মেসি ও নেইমার চার বছর একসঙ্গে খেলেছেন বার্সেলোনার। ২০১৭ সালে ব্রাজিলিয়ান নেইমার নাম লেখান প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে। ভাঙে এই জুটি। কিন্তু এই মৌসুমে ফের এক হচ্ছেন তারা। একদিন আগেই প্যারিসের ক্লাবে যোগ দিয়েছেন মেসি। 

প্রিয় বন্ধুকে একই ক্লাবে পেয়ে দারুণ খুশি নেইমার। আর্জেন্টাইন মহাতারকাকে পেয়ে অনেক আপ্লুত তিনি। নিজের সেই আগেরে কথা লুকাননি এই মহাতারকা। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নেইমার। দু’জনের পুরোনো গোল ও অ্যাসিস্টের সেই ভিডিওর ক্যাপশনে নেইমার যা লিখলেন তার বাংলা অনুবাদ দাঁড়ায়, ‘পুনরায় একসঙ্গে।’

ঠিক তাই। পুনরায় একসঙ্গে হচ্ছে নেইমার-মেসি জুটি। এবার মাতাবেন পিএসজির হয়ে। এমনটা খবর আছে বন্ধুকে দলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। মেসিকে দলে যোগ দিতে রাজি করানো, পুরো প্রক্রিয়াটির সঙ্গেই গভীরভাবে জড়িয়ে ছিলেন নেইমার। মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সিও ছেড়ে দিতে রাজি ছিলেন এই ব্রাজিলিয়ান। 

যদিও মেসি ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। এই নম্বর নিয়ে বার্সায়ও যাত্রা হয়েছিল তার। এবার চেনা সেই বার্সা ছেড়ে যখন নতুন এক অধ্যায় শুরু হলো মেসির, তখন সবার চোখ থাকছে ফ্রান্সে। দেখা যাক স্পেনের সেই অপ্রতিরোধ্য মেসির দেখা মেলে কিনা ফ্রান্সে!

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

প্রিয় বন্ধুকে পেয়ে দারুণ খুশি নেইমার

আপডেট: ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: তাদের বন্ধুত্বের গল্পটা তো অনেকেরই জানা। সব শেষে কোপা আমেরিকার ফাইনালের পর যখন গোটা বিশ্ব দুই শিবিরে তখন তারা দু’জন কিনা একসঙ্গে গল্পে মাতলেন হাসিমুখে। লিওনেল মেসি আর নেইমারের সম্পর্কটা এমনই। বার্সেলোনাতেও মধুর সময় কেটেছে তাদের। ফের আবার ক্লাব ফুটবলে সতীর্থ বনে গেলেন আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই ফুটবলার। 

মেসি ও নেইমার চার বছর একসঙ্গে খেলেছেন বার্সেলোনার। ২০১৭ সালে ব্রাজিলিয়ান নেইমার নাম লেখান প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে। ভাঙে এই জুটি। কিন্তু এই মৌসুমে ফের এক হচ্ছেন তারা। একদিন আগেই প্যারিসের ক্লাবে যোগ দিয়েছেন মেসি। 

প্রিয় বন্ধুকে একই ক্লাবে পেয়ে দারুণ খুশি নেইমার। আর্জেন্টাইন মহাতারকাকে পেয়ে অনেক আপ্লুত তিনি। নিজের সেই আগেরে কথা লুকাননি এই মহাতারকা। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নেইমার। দু’জনের পুরোনো গোল ও অ্যাসিস্টের সেই ভিডিওর ক্যাপশনে নেইমার যা লিখলেন তার বাংলা অনুবাদ দাঁড়ায়, ‘পুনরায় একসঙ্গে।’

ঠিক তাই। পুনরায় একসঙ্গে হচ্ছে নেইমার-মেসি জুটি। এবার মাতাবেন পিএসজির হয়ে। এমনটা খবর আছে বন্ধুকে দলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। মেসিকে দলে যোগ দিতে রাজি করানো, পুরো প্রক্রিয়াটির সঙ্গেই গভীরভাবে জড়িয়ে ছিলেন নেইমার। মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সিও ছেড়ে দিতে রাজি ছিলেন এই ব্রাজিলিয়ান। 

যদিও মেসি ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। এই নম্বর নিয়ে বার্সায়ও যাত্রা হয়েছিল তার। এবার চেনা সেই বার্সা ছেড়ে যখন নতুন এক অধ্যায় শুরু হলো মেসির, তখন সবার চোখ থাকছে ফ্রান্সে। দেখা যাক স্পেনের সেই অপ্রতিরোধ্য মেসির দেখা মেলে কিনা ফ্রান্সে!

ঢাকা/এনইউ

আরও পড়ুন: