০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

প্রেমের প্রস্তাবে যা বললেন হৃতিক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৪৪৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হৃতিক মঞ্চে থাকাকালীনই মাইক নিয়ে সেখানে হাজির হন এক নারী। ভিডিও থেকে স্পষ্ট, হৃতিকের চেয়ে বয়সে বেশ কিছুটা বড় তিনি। তাতে কী? প্রেম কী আর বয়স দেখে হয়!

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তখন মাইক হাতে নিয়ে সেই নারী বলে উঠলেন, আমি আপনার ভক্ত। সবাই বলেন, আমি আপনার প্রেমেই পাগল! কিন্তু আমি কী করব? আমি আপনার থেকে বেশ খানিকটা আগে জন্মে গিয়েছিলাম! না হলে তো আপনাকেই বিয়ে করতাম।

ওই নারীর প্রেমের প্রস্তাব শুনে লজ্জায় লাল হৃতিক! তবে উত্তর দিতে ভোলেননি। মাইক হাতে নিয়ে হৃতিক তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি সিঙ্গেল? প্রশ্নের উত্তরে সেই নারীর জবাব, না। এ উত্তর শুনেই মুষড়ে পড়ার ভান করে হৃতিক বলেন, এটাই তো সমস্যা! আপনি সিঙ্গেল নন। বয়স তো কোনো ব্যাপারই নয়! হৃতিকের উত্তর শুনে আপ্লুত হয়ে ‘কহো না প্যার হ্যায়’ সিনেমার একটি গানও গেয়ে শোনান ওই নারী।

আরও পড়ুন: আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না: অপু বিশ্বাস

প্রসঙ্গত, সুজান খানের সঙ্গে ১৪ বছর সংসার করার পর তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। এরপর থেকে সাবা আজ়াদের সঙ্গে প্রেম করছেন তিনি। প্রথম দিকে প্রেম স্বীকার না করলেও এখন আর নিজেদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই হৃতিক ও সাবার। সম্প্রতি কর্ণ দেওল ও দৃশা আচার্যের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রেমের প্রস্তাবে যা বললেন হৃতিক

আপডেট: ০২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হৃতিক মঞ্চে থাকাকালীনই মাইক নিয়ে সেখানে হাজির হন এক নারী। ভিডিও থেকে স্পষ্ট, হৃতিকের চেয়ে বয়সে বেশ কিছুটা বড় তিনি। তাতে কী? প্রেম কী আর বয়স দেখে হয়!

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তখন মাইক হাতে নিয়ে সেই নারী বলে উঠলেন, আমি আপনার ভক্ত। সবাই বলেন, আমি আপনার প্রেমেই পাগল! কিন্তু আমি কী করব? আমি আপনার থেকে বেশ খানিকটা আগে জন্মে গিয়েছিলাম! না হলে তো আপনাকেই বিয়ে করতাম।

ওই নারীর প্রেমের প্রস্তাব শুনে লজ্জায় লাল হৃতিক! তবে উত্তর দিতে ভোলেননি। মাইক হাতে নিয়ে হৃতিক তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি সিঙ্গেল? প্রশ্নের উত্তরে সেই নারীর জবাব, না। এ উত্তর শুনেই মুষড়ে পড়ার ভান করে হৃতিক বলেন, এটাই তো সমস্যা! আপনি সিঙ্গেল নন। বয়স তো কোনো ব্যাপারই নয়! হৃতিকের উত্তর শুনে আপ্লুত হয়ে ‘কহো না প্যার হ্যায়’ সিনেমার একটি গানও গেয়ে শোনান ওই নারী।

আরও পড়ুন: আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না: অপু বিশ্বাস

প্রসঙ্গত, সুজান খানের সঙ্গে ১৪ বছর সংসার করার পর তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। এরপর থেকে সাবা আজ়াদের সঙ্গে প্রেম করছেন তিনি। প্রথম দিকে প্রেম স্বীকার না করলেও এখন আর নিজেদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই হৃতিক ও সাবার। সম্প্রতি কর্ণ দেওল ও দৃশা আচার্যের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।

ঢাকা/টিএ