০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ফারদিন হত্যা নিয়ে র‌্যাবের ব্রিফিং সন্ধ্যায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বুয়েটছাত্র ফারদিন নূর পরশের (২৪) মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অপরদিকে ডিবি সূত্রে জানা গেছে, একই বিষয়ে কথা বলতে সাংবাদিকদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

গত ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর তিন দিন পর গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: `মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম’

মরদেহ উদ্ধারের দুই দিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ফারদিন হত্যা নিয়ে র‌্যাবের ব্রিফিং সন্ধ্যায়

আপডেট: ০৬:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বুয়েটছাত্র ফারদিন নূর পরশের (২৪) মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অপরদিকে ডিবি সূত্রে জানা গেছে, একই বিষয়ে কথা বলতে সাংবাদিকদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

গত ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর তিন দিন পর গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: `মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম’

মরদেহ উদ্ধারের দুই দিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।