১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম সবুর বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের আরও টিম মাঠে কাজ করছে। কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন।

আরও পড়ুন: ২০ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

আপডেট: ১২:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম সবুর বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের আরও টিম মাঠে কাজ করছে। কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন।

আরও পড়ুন: ২০ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

ঢাকা/এসএ