ফার্স্ট ফাইন্যান্সের সিইও হলেন আব্দুল বারী

- আপডেট: ১২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন শাহ্ মো. আব্দুল বারী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ্ মো. আব্দুল বারী ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
৩৬ বছরের অধিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
শাহ্ মো. আব্দুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ে অসামান্য কৃতিত্বের জন্য তিনি চ্যান্সেলর পদক লাভ করেন। তিনি বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন।
ঢাকা/টিএ