০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ফু-ওয়াং ফুডের আর্থিক হিসাবে ‘নয়-ছয়’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৪৩৪২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ নিরীক্ষক। মুলত কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ভূয়া সম্পদ, লোকসান কমিয়ে দেখানোসহ নানাবিধ অসঙ্গতি থাকায় নিরীক্ষকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিরীক্ষক জানিয়েছেন, ফু-ওয়াং ফুডে ২০২৩ সালের ২৯ মার্চ শেয়ার মানি ডিপোজিট হিসেবে ২ কোটি টাকা ঢুকেছে। কিন্তু ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ি শেয়ার মানি ডিপোজিটকে ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রুপান্তর করেনি। এমনকি শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদনও করেনি।

কোম্পানিটিতে শ্রম আইন অনুযায়ি ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে সরকারের দাবি করা ১ কোটি ৯৮ লাখ টাকা ‘প্রফিট অ্যান্ড লস’ হিসাবের পরিবর্তে সংরক্ষিত আয়ের (রিটেইন আর্নিংস) সঙ্গে সমন্বয় করা হয়েছে। যা ‘প্রফিট অ্যান্ড লস’হিসাবে সমন্বয়ে শেয়ারপ্রতি লোকসান ০.১৮ টাকা বৃদ্ধি পেত। কোম্পানি তা না করে করে লোকসান কমিয়ে দেখিয়েছে।

আরও পড়ুন: যে কারনে বন্ধ হচ্ছে শাহজিবাজার পাওয়ারের বিদ্যুত প্ল্যান্ট

কোম্পানি কর্তৃপক্ষ কাঁচামাল কেনার জন্য আর্থিক হিসাবে ৫ কোটি ৯৪ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেছে। এরমধ্যে আগের ৩ কোটি ৯৫ লাখ টাকা রয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৫ কোটি ৯৪ লাখ টাকার স্বপক্ষে ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি কাঁচামাল সরবরাহকারীদের তালিকাও দিতে পারেনি। ফলে আর্থিক হিসাবে সম্পদ হিসেবে দেখানো ওই অর্থ অযাচাইকৃত ও অনিশ্চিত রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

ফু-ওয়াং ফুড কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে (০.৫৭) টাকা। কিন্তু তারা এফআরসির নির্দেশনা অনুযায়ি শেয়ার মানি ডিপোজিটের ২ কোটি টাকা ইপিএস গণনায় বিবেচনায় নেয়নি।

উল্লেখ্য, ২০০০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফু-ওয়াং ফুডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি ৮৪ লাখ টাকা। এরমধ্যে ৯২.১৫ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (১৩ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৬০ টাকায়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ফু-ওয়াং ফুডের আর্থিক হিসাবে ‘নয়-ছয়’

আপডেট: ১২:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ নিরীক্ষক। মুলত কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ভূয়া সম্পদ, লোকসান কমিয়ে দেখানোসহ নানাবিধ অসঙ্গতি থাকায় নিরীক্ষকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিরীক্ষক জানিয়েছেন, ফু-ওয়াং ফুডে ২০২৩ সালের ২৯ মার্চ শেয়ার মানি ডিপোজিট হিসেবে ২ কোটি টাকা ঢুকেছে। কিন্তু ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ি শেয়ার মানি ডিপোজিটকে ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রুপান্তর করেনি। এমনকি শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদনও করেনি।

কোম্পানিটিতে শ্রম আইন অনুযায়ি ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে সরকারের দাবি করা ১ কোটি ৯৮ লাখ টাকা ‘প্রফিট অ্যান্ড লস’ হিসাবের পরিবর্তে সংরক্ষিত আয়ের (রিটেইন আর্নিংস) সঙ্গে সমন্বয় করা হয়েছে। যা ‘প্রফিট অ্যান্ড লস’হিসাবে সমন্বয়ে শেয়ারপ্রতি লোকসান ০.১৮ টাকা বৃদ্ধি পেত। কোম্পানি তা না করে করে লোকসান কমিয়ে দেখিয়েছে।

আরও পড়ুন: যে কারনে বন্ধ হচ্ছে শাহজিবাজার পাওয়ারের বিদ্যুত প্ল্যান্ট

কোম্পানি কর্তৃপক্ষ কাঁচামাল কেনার জন্য আর্থিক হিসাবে ৫ কোটি ৯৪ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেছে। এরমধ্যে আগের ৩ কোটি ৯৫ লাখ টাকা রয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৫ কোটি ৯৪ লাখ টাকার স্বপক্ষে ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি কাঁচামাল সরবরাহকারীদের তালিকাও দিতে পারেনি। ফলে আর্থিক হিসাবে সম্পদ হিসেবে দেখানো ওই অর্থ অযাচাইকৃত ও অনিশ্চিত রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

ফু-ওয়াং ফুড কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে (০.৫৭) টাকা। কিন্তু তারা এফআরসির নির্দেশনা অনুযায়ি শেয়ার মানি ডিপোজিটের ২ কোটি টাকা ইপিএস গণনায় বিবেচনায় নেয়নি।

উল্লেখ্য, ২০০০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফু-ওয়াং ফুডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি ৮৪ লাখ টাকা। এরমধ্যে ৯২.১৫ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (১৩ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৬০ টাকায়।

ঢাকা/এসএ