০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ফেবারিট যাকে ইচ্ছা দেন, ‘আমরা সিরিজ জিততে চাই’: সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / ৪১৪৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ম্যাচ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টিম টাইগার্স অধিনায়ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ।

তবে কারা ফেবারিট এটা নিয়ে ভাবছেন না সাকিব। সিলেটে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক জানিয়েছেন ফেবারিট যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই। সাকিব বলছিলেন, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।’

আরও পড়ুন: নতুন শুরুর অপেক্ষায় সাবিনারা

টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ফেবারিট যাকে ইচ্ছা দেন, ‘আমরা সিরিজ জিততে চাই’: সাকিব

আপডেট: ০২:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ম্যাচ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টিম টাইগার্স অধিনায়ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ।

তবে কারা ফেবারিট এটা নিয়ে ভাবছেন না সাকিব। সিলেটে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক জানিয়েছেন ফেবারিট যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই। সাকিব বলছিলেন, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।’

আরও পড়ুন: নতুন শুরুর অপেক্ষায় সাবিনারা

টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

ঢাকা/টিএ