ফের অস্থিরতায় শেয়ারবাজার

- আপডেট: ০৩:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ (১৪ নভেম্বর) রোববার সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দিন শেষে আজ ১৮.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
তথ্য অনুযাযী, আজ ১৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৩০.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৪.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৫৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪ লাখ ৭১ হাজার ৫৫৭টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৭৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।
গতকাল ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৬ শতাংশ বা ১১৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ২২৭টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৬৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫২ কোটি ৪৩ লাখ ৬ হাজার টাকা।
এ দিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৬ শতাংশ বা ২১৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৭৮.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৫১০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৪০৭ টাকা।
ঢাকা/এমটি