১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ফের আইসিইউতে আব্দুল মতিন খসরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ১০৩৮৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল। গত ১ এপ্রিল আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

গত ৩০ মার্চ অ্যাডভোকেট মো. মহিন জানিয়েছিলেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানিয়েছিলেন, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত ২৮ মার্চ রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়।

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ফের আইসিইউতে আব্দুল মতিন খসরু

আপডেট: ১২:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল। গত ১ এপ্রিল আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

গত ৩০ মার্চ অ্যাডভোকেট মো. মহিন জানিয়েছিলেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানিয়েছিলেন, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত ২৮ মার্চ রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়।

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।