ফের সূচকের পতন, কমেছে ২ শতাধিক কোম্পানির দর

- আপডেট: ০৩:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫ শেয়ারের দরপতন হয়েছে। একই সঙ্গে টাকা অংকে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (৩০ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭১ পয়েন্ট কমে ১০৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৮১৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৬৪ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা।
আরও পড়ুন: ২ কোম্পানির ডিভিডেন্ড বিতরণ
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির, বিপরীতে ২০৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ