০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ফোর্সড সেল বন্ধ ও ফ্লোর দিয়ে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে: ফারুক আহমেদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৫০১ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজার অনেক সমস‍্যায় জর্জরিত হয়েছে। এরমধ‍্যে ২০১০ সালের ধসের পর অলিখিতভাবে ফোর্সড সেল বন্ধ করে ও করোনা মহামারিকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিবিএ আয়োজিত ডিএসইতে ‘বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

ফারুক আহমেদ বলেন, ডিএসই ৭০ বছরের একটি পুরাতন স্টক এক্সচেঞ্জ। তবে ডিএসই সফল বলতে পারি না।

তিনি বলেন, ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক‍্যুইটি তৈরী করা হয়েছে। এতে করে অনেক প্রতিষ্ঠান ঋন প্রদানের সক্ষমতা হারিয়েছে। অনেক প্রতিষ্ঠান ধংস হয়ে গেছে।

আরও পড়ুন: বিএনপি পুঁজিবাজারকে সমন্বিতভাবে পরিচালনা করবে: আমির খসরু

অন‍্যদিকে ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে দেড় বছর স্থবির করে রাখা হয়েছি বলে জানান বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। এর পেছনে রাজনৈতিক কারন থাকতে পারে বলে মনে করেন তিনি। যার মাধ‍্যমে বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজার থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর মাধ‍্যমে আস্থা নষ্ট করা হয়েছে।

সিদ্দিকী বলেন, বিগত দুটি কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায়। এখনতো দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। যা আগে কখনো হয়নি। এর মাধ্যমে বাজারে আস্থা নষ্ট হয়েছে। এছাড়া কারসাজির অনেক ঘটনা ঘটেছে। আর বিতর্কিত রোড শো করা হয়েছে। এসবের মাধ্যমেও আস্থা নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান কমিশনের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। তবে অসত মনে হয় না। এসময় তিনি বলেন, ভালো কোম্পানি আনতে না পারলে বাজার সমৃদ্ধ হবে না।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ফোর্সড সেল বন্ধ ও ফ্লোর দিয়ে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে: ফারুক আহমেদ

আপডেট: ০৪:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজার অনেক সমস‍্যায় জর্জরিত হয়েছে। এরমধ‍্যে ২০১০ সালের ধসের পর অলিখিতভাবে ফোর্সড সেল বন্ধ করে ও করোনা মহামারিকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিবিএ আয়োজিত ডিএসইতে ‘বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

ফারুক আহমেদ বলেন, ডিএসই ৭০ বছরের একটি পুরাতন স্টক এক্সচেঞ্জ। তবে ডিএসই সফল বলতে পারি না।

তিনি বলেন, ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক‍্যুইটি তৈরী করা হয়েছে। এতে করে অনেক প্রতিষ্ঠান ঋন প্রদানের সক্ষমতা হারিয়েছে। অনেক প্রতিষ্ঠান ধংস হয়ে গেছে।

আরও পড়ুন: বিএনপি পুঁজিবাজারকে সমন্বিতভাবে পরিচালনা করবে: আমির খসরু

অন‍্যদিকে ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে দেড় বছর স্থবির করে রাখা হয়েছি বলে জানান বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। এর পেছনে রাজনৈতিক কারন থাকতে পারে বলে মনে করেন তিনি। যার মাধ‍্যমে বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজার থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর মাধ‍্যমে আস্থা নষ্ট করা হয়েছে।

সিদ্দিকী বলেন, বিগত দুটি কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায়। এখনতো দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। যা আগে কখনো হয়নি। এর মাধ্যমে বাজারে আস্থা নষ্ট হয়েছে। এছাড়া কারসাজির অনেক ঘটনা ঘটেছে। আর বিতর্কিত রোড শো করা হয়েছে। এসবের মাধ্যমেও আস্থা নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান কমিশনের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। তবে অসত মনে হয় না। এসময় তিনি বলেন, ভালো কোম্পানি আনতে না পারলে বাজার সমৃদ্ধ হবে না।

ঢাকা/এসএইচ