ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের ১০ জনের মৃত্যু

- আপডেট: ০৩:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১০৫৫৪ বার দেখা হয়েছে
ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে একই পরিবারের ১০ জন মারা গেছেন। বুধবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের ভাটি গেট এলাকায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ওই বাড়িতে ধোঁয়া বের হওয়ার জায়গা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়।
নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, ছয় শিশুসহ আরও দুই নারী রয়েছেন। তবে পরিবারের একজন সদস্য ভবন থেকে লাফিয়ে আগুন থেকে বেঁচে যান।
আদিলের বাবা জিও নিউজকে বলেন, আদিল রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। যখন আমরা এখানে পৌঁছলাম তখন কিছুই অবশিষ্ট ছিল না।’
আরও পড়ুন: ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধ ভবনটিকে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় শোক জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখমন্ত্রী। সূত্র: জিও নিউজ
ঢাকা/এসএ