০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বগুড়ায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, এটি বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে তিন জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাসপাতাল সূত্র জানায়, হাফিজার রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের মৃত ছমির মল্লিকের ছেলে। বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। শনিবার তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। সোমবার বেলা ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ বৃদ্ধি, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, হাফিজার রহমানের নাতি ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে নানা বাড়িতে আসে। ঈদের পর ওই পরিবার ঢাকায় ফিরে যায়। শরীরে জ্বর নিয়ে আসা নাতি ডেঙ্গু আক্রান্ত ছিল। তার কাছ থেকে নানা হাফিজার আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিবলু (৪০), নন্দীগ্রামের কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম (৩০) এবং গাবতলীর আমজাদ হোসেনের ছেলে সাজু মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইইউ যত খুশি ‘নিরপেক্ষ পর্যবেক্ষক’ পাঠাতে পারে: ইসি

এদিকে, বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, তাদের হাসপাতালে গত জুন থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা যাননি। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

x

বগুড়ায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু

আপডেট: ০৬:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, এটি বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে তিন জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাসপাতাল সূত্র জানায়, হাফিজার রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের মৃত ছমির মল্লিকের ছেলে। বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। শনিবার তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। সোমবার বেলা ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ বৃদ্ধি, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, হাফিজার রহমানের নাতি ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে নানা বাড়িতে আসে। ঈদের পর ওই পরিবার ঢাকায় ফিরে যায়। শরীরে জ্বর নিয়ে আসা নাতি ডেঙ্গু আক্রান্ত ছিল। তার কাছ থেকে নানা হাফিজার আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিবলু (৪০), নন্দীগ্রামের কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম (৩০) এবং গাবতলীর আমজাদ হোসেনের ছেলে সাজু মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইইউ যত খুশি ‘নিরপেক্ষ পর্যবেক্ষক’ পাঠাতে পারে: ইসি

এদিকে, বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, তাদের হাসপাতালে গত জুন থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা যাননি। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/এসএ