বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে সেবা পেলেন ৪ হাজার রোগী
- আপডেট: ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চার হাজার রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি সার্জারি ও পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএসএমএমইউতে এসব কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, দিবসটি উপলক্ষে প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে মেডিসিন ও শিশু অনুষদের বিভিন্ন বিভাগে ২৩৮৭ জন, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ১৪৪৪ জন, ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ১০৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এসময় শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে। তাই বঙ্গবন্ধুর জন্মদিবসে আমাদের শপথ হলো নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐকবদ্ধভাবে কাজ করে যাব।
এসব আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ইপনা, গ্রাজুটে নার্সিং বিভাগ, নার্সেস অ্যাসোসিয়েশন, চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
কর্মসূচি পালন ছাড়াও বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর, জরুরি বিভাগ, ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব, বঙ্গমাতা কোভিড ফিল্ড হাসপাতাল, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রয়েছে।
ঢাকা/এসএ







































