বছরের প্রথম সপ্তাহে মূলধন বেড়েছে ২৩০ কোটি টাকা

- আপডেট: ০১:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১০৪৯৭ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০১ থেকে ০৪ জানিয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৩০ কোটি ৩ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৮ লাখ টাকা বা ২০.৭৯ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, সোমবার (০১ জানিয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জানিয়ারি) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৩০ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা বেড়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪১৯ কোটি ১৮ লাখ টাকার বা ২০.৭৯ শতাংশ লেনদেন কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ০.০৪ শতাংশ কমে ৬ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ১ দশমিক ৩২ শতাংশ।
আর্র পড়ুন: সাপ্তাহিক রিটার্নে মুনাফায় সাত খাতের বিনিয়োগকারীরা
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১.৬০ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৮.৫৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২৯২ টাকার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে ২৮১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, দর কমেছে ৮৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৫৩টির কোম্পানির।
সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৮৯ কোটি ৮৬ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৬ কোটি ৫৩ লাখ টাকা কমেছে।
ঢাকা/টিএ