০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বন্ডে বিনিয়োগে টাকা খোয়া যাওয়ার কোনও ভয় নেই: সালমান এফ রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মানুষকে বুঝাতে হবে শেয়ারে বিনিয়োগের চেয়ে বন্ডে বিনিয়োগ বে‌শি ঝুঁকিমুক্ত। বন্ডে বিনিয়োগ করলে আসল টাকা খোয়া যাওয়ার কোনও ভয় নেই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত বন্ড মার্কেট: দীর্ঘমেয়াদী অর্থায়নের চূড়ান্ত সমাধান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বন্ড মার্কেট নিয়ে প্রচার প্রচারণার অভাব রয়েছে। একইসঙ্গে এ বিষয়ে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে। এই দুইটা বিষয়ে এখন জোর দিতে হবে। আজ থেকে সরকারি বন্ড লেনদেন চালু হয়েছে এটা আমাদের জন্য একটি নতুন মাইলফলক।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা ব‌লেন, দে‌শে বৈদেশিক মুদ্রার চাপ সৃষ্টি হ‌য়ে‌ছে। বিদ্যুৎ গ্যা‌সের সংকট এটা দেশের বড় সমস্যা। ইতোমধ্যে লোডশেডিং শুরু হ‌য়ে গে‌ছে। ত‌বে এসব সমস্যা শুধু আমাদের একার নয়, বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শ এ ধরনের সমস্যা মোকাবিলা করছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক‌মে গে‌ছে। এতো বড় দেশ তারাও চাপে আছে। অর্থাৎ আন্তর্জাতিক সমস্যার কারণে আমা‌দের‌ও সমস্যায় পড়তে হ‌চ্ছে।

‌তি‌নি ব‌লেন, সরকার কত টাকায় সর্বোচ্চ ভর্তুকি দিতে পারবে আর ব্যবসায়ীরা কত টাকায় কিনতে পারবেন এ রকম একটা পর্যায়ে এনে আমরা মূল্য নির্ধারণ করতে পারলে গ্যাস সরবরাহ করতে পার‌ব। কারণ আন্তর্জাতিক বাজার থেকে আমরা এলএনজি কিনতে পারছি কিন্তু দাম বে‌শি পড়ছে। প্রাইসের কারণে সরবরাহ করা যাচ্ছে না। আগে ২৬ থে‌কে ৩০ টাকায় গ্যাস কি‌নে সরকার ভর্তুকি দি‌য়ে ক্যাপ‌টিক পাওয়া‌রে জন্য ১৬ টাকায় বি‌ক্রি ক‌রে‌ছে। এখন গ্যা‌স কেনা পড়‌ছে ৭৫ টাকা। এমন সময় ১৬ টাকায় গ্যাস বি‌ক্রি করা সম্ভব নয়। তারপরও প্রধানমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের নিয়ে বসতে এই গ্যাসের দাম কত টাকা করা যায় তা নির্ধারণ করার জন্য। আমি ইতোমধ্যে বি‌কেএমইএ, বিজিএমইএ এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তা‌দের বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছি। এখন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নে‌বেন গ্যা‌সের দাম কত টাকা করা যায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ব্যাংকের লাভ হয় অনেক টাকা, প্রভিশন করতেই চলে যায় অর্ধেকের বেশি। লোন প্রভিশনিং করতে গিয়ে এত টাকা তাদের আটকে যাচ্ছে যে, তারাও লাভ করতে পারে না। সব দিক থেকেই সমস্যার সৃষ্টি। লাভ করেও লাভ তুলতে পারছে না। যেজন্য ব্যাংকগুলোকেও শেয়ার বাজারে আসতে হচ্ছে। বিভিন্ন বিষয় রক্ষা করতে গিয়ে তাদের টকসিড এসিড বেড়ে গেছে। এখন তারা বাধ্য হয়ে আমাদের কাছে আসছে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যের উৎপাদন খরচ কমানো হবে সব থেকে বড় কাজ। যত খরচ কমিয়ে আনবেন তত আপনার লাভ বাড়বে। যেটা বলছি- ক্রয় খরচ, উৎপাদন ব্যয় এবং ব্যয়ের উৎস (কস্ট অব ফান্ড) তিন জায়গায় এখন নজর দেওয়া খুব জরুরি। আমাদের বস্ত্রখাতে রপ্তানি বেড়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে আমরা সফল তা প্রমাণ হয়ে গেছে। এখন অন্যান্য খাতে বহুমুখী করণ চলছে। সব খাতে আমাদের ভালো করার সুযোগ আছে।

এছাড়াও অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির সাবেক কমিশনার এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

আরও পড়ুন: বন্ডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে: শিবলী রুবাইয়াত

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বন্ডে বিনিয়োগে টাকা খোয়া যাওয়ার কোনও ভয় নেই: সালমান এফ রহমান

আপডেট: ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মানুষকে বুঝাতে হবে শেয়ারে বিনিয়োগের চেয়ে বন্ডে বিনিয়োগ বে‌শি ঝুঁকিমুক্ত। বন্ডে বিনিয়োগ করলে আসল টাকা খোয়া যাওয়ার কোনও ভয় নেই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত বন্ড মার্কেট: দীর্ঘমেয়াদী অর্থায়নের চূড়ান্ত সমাধান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বন্ড মার্কেট নিয়ে প্রচার প্রচারণার অভাব রয়েছে। একইসঙ্গে এ বিষয়ে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে। এই দুইটা বিষয়ে এখন জোর দিতে হবে। আজ থেকে সরকারি বন্ড লেনদেন চালু হয়েছে এটা আমাদের জন্য একটি নতুন মাইলফলক।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা ব‌লেন, দে‌শে বৈদেশিক মুদ্রার চাপ সৃষ্টি হ‌য়ে‌ছে। বিদ্যুৎ গ্যা‌সের সংকট এটা দেশের বড় সমস্যা। ইতোমধ্যে লোডশেডিং শুরু হ‌য়ে গে‌ছে। ত‌বে এসব সমস্যা শুধু আমাদের একার নয়, বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শ এ ধরনের সমস্যা মোকাবিলা করছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক‌মে গে‌ছে। এতো বড় দেশ তারাও চাপে আছে। অর্থাৎ আন্তর্জাতিক সমস্যার কারণে আমা‌দের‌ও সমস্যায় পড়তে হ‌চ্ছে।

‌তি‌নি ব‌লেন, সরকার কত টাকায় সর্বোচ্চ ভর্তুকি দিতে পারবে আর ব্যবসায়ীরা কত টাকায় কিনতে পারবেন এ রকম একটা পর্যায়ে এনে আমরা মূল্য নির্ধারণ করতে পারলে গ্যাস সরবরাহ করতে পার‌ব। কারণ আন্তর্জাতিক বাজার থেকে আমরা এলএনজি কিনতে পারছি কিন্তু দাম বে‌শি পড়ছে। প্রাইসের কারণে সরবরাহ করা যাচ্ছে না। আগে ২৬ থে‌কে ৩০ টাকায় গ্যাস কি‌নে সরকার ভর্তুকি দি‌য়ে ক্যাপ‌টিক পাওয়া‌রে জন্য ১৬ টাকায় বি‌ক্রি ক‌রে‌ছে। এখন গ্যা‌স কেনা পড়‌ছে ৭৫ টাকা। এমন সময় ১৬ টাকায় গ্যাস বি‌ক্রি করা সম্ভব নয়। তারপরও প্রধানমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের নিয়ে বসতে এই গ্যাসের দাম কত টাকা করা যায় তা নির্ধারণ করার জন্য। আমি ইতোমধ্যে বি‌কেএমইএ, বিজিএমইএ এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তা‌দের বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছি। এখন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নে‌বেন গ্যা‌সের দাম কত টাকা করা যায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ব্যাংকের লাভ হয় অনেক টাকা, প্রভিশন করতেই চলে যায় অর্ধেকের বেশি। লোন প্রভিশনিং করতে গিয়ে এত টাকা তাদের আটকে যাচ্ছে যে, তারাও লাভ করতে পারে না। সব দিক থেকেই সমস্যার সৃষ্টি। লাভ করেও লাভ তুলতে পারছে না। যেজন্য ব্যাংকগুলোকেও শেয়ার বাজারে আসতে হচ্ছে। বিভিন্ন বিষয় রক্ষা করতে গিয়ে তাদের টকসিড এসিড বেড়ে গেছে। এখন তারা বাধ্য হয়ে আমাদের কাছে আসছে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যের উৎপাদন খরচ কমানো হবে সব থেকে বড় কাজ। যত খরচ কমিয়ে আনবেন তত আপনার লাভ বাড়বে। যেটা বলছি- ক্রয় খরচ, উৎপাদন ব্যয় এবং ব্যয়ের উৎস (কস্ট অব ফান্ড) তিন জায়গায় এখন নজর দেওয়া খুব জরুরি। আমাদের বস্ত্রখাতে রপ্তানি বেড়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে আমরা সফল তা প্রমাণ হয়ে গেছে। এখন অন্যান্য খাতে বহুমুখী করণ চলছে। সব খাতে আমাদের ভালো করার সুযোগ আছে।

এছাড়াও অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির সাবেক কমিশনার এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

আরও পড়ুন: বন্ডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে: শিবলী রুবাইয়াত

ঢাকা/এসএ