০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বন্ড মার্কেটে স্পেশাল ট্যাক্স ব্যবস্থা জরুরি: ছায়েদুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ১০৪৫৩ বার দেখা হয়েছে

বন্ড মার্কেটে স্পেশাল টেক্স ব্যবস্থা জরুরি। বন্ডে লেনদেন বাড়লে সরকারের আয় বাড়বে। কারণ লেনদেন যত বাড়বে সরকারের রাজস্ব তত বাড়বে বলে মন্তব্য করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।

রোববার (০৪ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএসজেএফ অডিটরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএমবিএ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। তবে কেবল ব্যাংক নির্ভরতা নিয়ে অর্থনীতি পুরোপুরি সাবলম্বী হওয়া সম্ভব না। পুঁজিবাজারই হওয়া উচিত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে। আমরা আগামী বাজেটে বেশ কিছু প্রস্তাব করেছিলাম। এরমধ্যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কেম্পানির ক্ষেত্রে করপোরেট কর হারের ব্যবধান বাড়ানোর কথা বলেছিলাম। এটা করলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।

তিনি বলেন, তালিকাভুক্ত অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান এখন ৭ শতাংশ আছে তা ১৫ শতাংশ করার দরকার। আমরা কিছুদিন আগে ১০টি কোম্পানি নিয়ে একটা সার্ভে করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি অ-তালিকাভুক্ত কোম্পনির চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকেই তুলনামূলভাবে সরকারের রাজস্ব বেশি এসেছে। এজন্য কর কমিয়ে হলেও কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়ে সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছি।

আরও পড়ুন: আমাদের পুঁজিবাজারকে দমিয়ে রাখার চেষ্টা করছে: ডিএসইর চেয়ারম্যান

ছায়েদুর রহমান বলেন, আমাদের বাজারে দুইটা সমস্যা ভালো কোম্পানি বাজারে আসে না। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ আসে না। উন্নয়ন বা উৎপাদনশীল কোম্পানিগুলো আসতে চাচ্ছে না। এই কর ব্যবধান বাড়ালে অনেক কোম্পানি পুঁজিবাজারে আসবে বলে মনে করছি। এছাড়াও তালিকাভুক্ত কোম্পানির কর হার কমালে সরকারেরও লাভ কম হবে না।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও এবং সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান উপস্থিত আছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বন্ড মার্কেটে স্পেশাল ট্যাক্স ব্যবস্থা জরুরি: ছায়েদুর রহমান

আপডেট: ০১:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

বন্ড মার্কেটে স্পেশাল টেক্স ব্যবস্থা জরুরি। বন্ডে লেনদেন বাড়লে সরকারের আয় বাড়বে। কারণ লেনদেন যত বাড়বে সরকারের রাজস্ব তত বাড়বে বলে মন্তব্য করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।

রোববার (০৪ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএসজেএফ অডিটরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএমবিএ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। তবে কেবল ব্যাংক নির্ভরতা নিয়ে অর্থনীতি পুরোপুরি সাবলম্বী হওয়া সম্ভব না। পুঁজিবাজারই হওয়া উচিত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে। আমরা আগামী বাজেটে বেশ কিছু প্রস্তাব করেছিলাম। এরমধ্যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কেম্পানির ক্ষেত্রে করপোরেট কর হারের ব্যবধান বাড়ানোর কথা বলেছিলাম। এটা করলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।

তিনি বলেন, তালিকাভুক্ত অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান এখন ৭ শতাংশ আছে তা ১৫ শতাংশ করার দরকার। আমরা কিছুদিন আগে ১০টি কোম্পানি নিয়ে একটা সার্ভে করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি অ-তালিকাভুক্ত কোম্পনির চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকেই তুলনামূলভাবে সরকারের রাজস্ব বেশি এসেছে। এজন্য কর কমিয়ে হলেও কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়ে সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছি।

আরও পড়ুন: আমাদের পুঁজিবাজারকে দমিয়ে রাখার চেষ্টা করছে: ডিএসইর চেয়ারম্যান

ছায়েদুর রহমান বলেন, আমাদের বাজারে দুইটা সমস্যা ভালো কোম্পানি বাজারে আসে না। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ আসে না। উন্নয়ন বা উৎপাদনশীল কোম্পানিগুলো আসতে চাচ্ছে না। এই কর ব্যবধান বাড়ালে অনেক কোম্পানি পুঁজিবাজারে আসবে বলে মনে করছি। এছাড়াও তালিকাভুক্ত কোম্পানির কর হার কমালে সরকারেরও লাভ কম হবে না।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও এবং সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান উপস্থিত আছেন।

ঢাকা/এসএ