বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

- আপডেট: ১১:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সহায়তার এ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা/এসএইচ