০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন উদ্যোগে রোববার (২৫ আগস্ট)  সকল কর্মকর্তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. লুৎফুল আজীম গণমাধ্যমকে বলেন, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় এম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কর্তৃক দণ্ড মওকুফের তালিকা চেয়ে নোটিশ

তিনি বলেন, বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

এনবিআর সূত্র বলছে, ট্যাকসেশন অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এছাড়াও একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে সশরীরে বন্যাপীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা

আপডেট: ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন উদ্যোগে রোববার (২৫ আগস্ট)  সকল কর্মকর্তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. লুৎফুল আজীম গণমাধ্যমকে বলেন, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় এম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কর্তৃক দণ্ড মওকুফের তালিকা চেয়ে নোটিশ

তিনি বলেন, বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

এনবিআর সূত্র বলছে, ট্যাকসেশন অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এছাড়াও একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে সশরীরে বন্যাপীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

ঢাকা/এসএইচ