০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটিতে আঘাত হেনেছে ভূমিকম্প।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদম, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন টের পার সাধারণ মানুষ।

পাকিস্তান আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির কম্পন অনুভূত হয় পেশোয়ার, সোয়াত এবং অ্যাবোটাবাদেও।

পাক আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি মাটির ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

আরও পড়ুন: জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গে’ এই যুদ্ধ শেষ করতে পারেন: ট্রাম্প

তবে ভাগ্য ভালো হওয়ায় ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, তাদের কাছে প্রদেশের কোনো জায়গা থেকে প্রাণহানির খবর আসেনি।

এরআগে গত মে মাসে পাকিস্তানে এই শক্তির ভূমিকম্প সংঘটিত হয়। ওই সময় ৫ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। যারমধ্যে ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার একাধিক বিভাগ।

ভূকম্পনবিদদের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে যেসব ভূমিকম্প হয় সেগুলো মাটির গভীরে হয়ে থাকে। সাধারণত এগুলো সংঘটিত হয় ১৫০ থেকে ২৫০ কিলোমিটার গভীরে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আপডেট: ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটিতে আঘাত হেনেছে ভূমিকম্প।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদম, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন টের পার সাধারণ মানুষ।

পাকিস্তান আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির কম্পন অনুভূত হয় পেশোয়ার, সোয়াত এবং অ্যাবোটাবাদেও।

পাক আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি মাটির ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

আরও পড়ুন: জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গে’ এই যুদ্ধ শেষ করতে পারেন: ট্রাম্প

তবে ভাগ্য ভালো হওয়ায় ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, তাদের কাছে প্রদেশের কোনো জায়গা থেকে প্রাণহানির খবর আসেনি।

এরআগে গত মে মাসে পাকিস্তানে এই শক্তির ভূমিকম্প সংঘটিত হয়। ওই সময় ৫ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। যারমধ্যে ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার একাধিক বিভাগ।

ভূকম্পনবিদদের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে যেসব ভূমিকম্প হয় সেগুলো মাটির গভীরে হয়ে থাকে। সাধারণত এগুলো সংঘটিত হয় ১৫০ থেকে ২৫০ কিলোমিটার গভীরে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ঢাকা/এসএইচ