০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ: এফবিসিসিআই সভাপতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১০৪২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ। রাজস্ব আয় বাড়ানো দরকার, আবার ব্যবসা–বাণিজ্যও চালু রাখা দরকার বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

আজ বুধবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৩-২৪ প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআই সভাপতি বলেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে বেশিরভাগ কর আদায় হয় উল্লেখ করে দেশের অন্যান্য এলাকা থেকে কর আদায় বাড়ানোর পরামর্শ দেন। অন্যদিকে ব্যবসার ওপর অগ্রিম আয়করের চাপ কমানোর সুপারিশ করেন।

এ. কে. আজাদ বলেন, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। তিনি সাম্প্রতিক সময়ে উচ্চহারে গ্যাসের দাম বৃদ্ধির পরিসংখ্যান উল্লেখ করে বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়ে দাম বাড়ানো হয়েছিল। উদ্যোক্তারা তাতে রাজি ছিলেন। এখন বিশ্ববাজারে দাম অনেকটা কমে এসেছে। ফলে দেশে দাম সমন্বয় করা উচিত। তিনি রপ্তানি খাতে রিসাইকেল প্রক্রিয়ার উৎপাদন এবং বিদ্যুতের জন্য সোলার প্যানেলের জন্য বাজেটে সহায়তা থাকা উচিত বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: সোনার দাম সাড়ে সাত হাজার বেড়ে কমলো এক হাজার টাকা

আলোচনায় আরও অংশ নেন এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক সদস্য আলমগীর হোসেন, আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ, ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার, সানেমের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান, সিটি ব্যাংকের সিইও মাশরুর আরেফিন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ, আব্দুল মোনেম লিমিটেডের এমডি মাইনুদ্দিন মোনেম, নোকিয়ার কান্ট্রি হেড আরিফুল ইসলাম, আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ: এফবিসিসিআই সভাপতি

আপডেট: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ। রাজস্ব আয় বাড়ানো দরকার, আবার ব্যবসা–বাণিজ্যও চালু রাখা দরকার বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

আজ বুধবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৩-২৪ প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআই সভাপতি বলেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে বেশিরভাগ কর আদায় হয় উল্লেখ করে দেশের অন্যান্য এলাকা থেকে কর আদায় বাড়ানোর পরামর্শ দেন। অন্যদিকে ব্যবসার ওপর অগ্রিম আয়করের চাপ কমানোর সুপারিশ করেন।

এ. কে. আজাদ বলেন, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। তিনি সাম্প্রতিক সময়ে উচ্চহারে গ্যাসের দাম বৃদ্ধির পরিসংখ্যান উল্লেখ করে বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়ে দাম বাড়ানো হয়েছিল। উদ্যোক্তারা তাতে রাজি ছিলেন। এখন বিশ্ববাজারে দাম অনেকটা কমে এসেছে। ফলে দেশে দাম সমন্বয় করা উচিত। তিনি রপ্তানি খাতে রিসাইকেল প্রক্রিয়ার উৎপাদন এবং বিদ্যুতের জন্য সোলার প্যানেলের জন্য বাজেটে সহায়তা থাকা উচিত বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: সোনার দাম সাড়ে সাত হাজার বেড়ে কমলো এক হাজার টাকা

আলোচনায় আরও অংশ নেন এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক সদস্য আলমগীর হোসেন, আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ, ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার, সানেমের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান, সিটি ব্যাংকের সিইও মাশরুর আরেফিন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ, আব্দুল মোনেম লিমিটেডের এমডি মাইনুদ্দিন মোনেম, নোকিয়ার কান্ট্রি হেড আরিফুল ইসলাম, আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ