১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বর্ষায় যেভাবে কাপড় দ্রুত শুকাবেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ৪১৬৯ বার দেখা হয়েছে

বর্ষার দিনে কাপড় শুকানো ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেওয়া কাপড় ভিজে যায়। কখনও আবার সারাদিন বৃষ্টি ঝরতেই থাকে। এ মৌসুমে কাপড় শুকানো নিয়ে পড়তে হয় মহা ঝামেলায়। সেক্ষেত্রে সহজ কিছু কৌশল অনুসরণ করতে পারেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১. কাপড় ধোয়ার পর ওয়াশরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন। এতে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝড়ে যাবে। তাহলে শুকানোও সহজ হবে।

২. সম্ভব হলে ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখুন। এ পদ্ধতি কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করে নেবে।

৩. বৃষ্টির কারণে উঠানে বা ছাদে কাপড় শুকানোর সুযোগ থাকে না। তখন ঘরের মধ্যেই কাপড় নেড়ে দিতে হয়। সে জন্য এমন রুম বেছে নিতে হবে যে রুমে পরিবারের সদস্যদের যাতায়াত কম।

৪. ঘরে কাপড় শুকাতে প্রথমেই দড়ি টাঙিয়ে নিন। দড়িতে কাপড় ছড়িয়ে না দিয়ে হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। দড়িতে কাপড় ছড়িয়ে দিলে কাপড়গুলোর একপাশ অন্য পাশের সঙ্গে লেগে থাকে। এতে কাপড়ের ভেতরে বাতাস চলাচল হয় কম। ফলে কাপড় শুকাতে অনেক দেরি হয়। হ্যাঙ্গারে দিলে কাপড় দ্রুত শুকায়। আজকাল বাজারে কাপড় শুকনোর স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলিও কিনে নিতে পারেন।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

৫.ঘরে কাপড় টাঙানো শেষ হলে ফ্যান চালিয়ে দিতে হবে। বাতাসের দ্রুত প্রবাহে কাপড় দ্রুত শুকাবে।

৬. ঘরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিতে হবে। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

৭. জরুরি প্রয়োজনে ভেজা কাপড় আয়রন দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, কাপড়টা যেন খুব ভেজা না হয়। কিছুটা শুকিয়ে গেলে তারপর হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার চলতে পারে।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

x

বর্ষায় যেভাবে কাপড় দ্রুত শুকাবেন

আপডেট: ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

বর্ষার দিনে কাপড় শুকানো ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেওয়া কাপড় ভিজে যায়। কখনও আবার সারাদিন বৃষ্টি ঝরতেই থাকে। এ মৌসুমে কাপড় শুকানো নিয়ে পড়তে হয় মহা ঝামেলায়। সেক্ষেত্রে সহজ কিছু কৌশল অনুসরণ করতে পারেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১. কাপড় ধোয়ার পর ওয়াশরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন। এতে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝড়ে যাবে। তাহলে শুকানোও সহজ হবে।

২. সম্ভব হলে ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখুন। এ পদ্ধতি কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করে নেবে।

৩. বৃষ্টির কারণে উঠানে বা ছাদে কাপড় শুকানোর সুযোগ থাকে না। তখন ঘরের মধ্যেই কাপড় নেড়ে দিতে হয়। সে জন্য এমন রুম বেছে নিতে হবে যে রুমে পরিবারের সদস্যদের যাতায়াত কম।

৪. ঘরে কাপড় শুকাতে প্রথমেই দড়ি টাঙিয়ে নিন। দড়িতে কাপড় ছড়িয়ে না দিয়ে হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। দড়িতে কাপড় ছড়িয়ে দিলে কাপড়গুলোর একপাশ অন্য পাশের সঙ্গে লেগে থাকে। এতে কাপড়ের ভেতরে বাতাস চলাচল হয় কম। ফলে কাপড় শুকাতে অনেক দেরি হয়। হ্যাঙ্গারে দিলে কাপড় দ্রুত শুকায়। আজকাল বাজারে কাপড় শুকনোর স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলিও কিনে নিতে পারেন।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে চুলের যেসব ক্ষতি হয়

৫.ঘরে কাপড় টাঙানো শেষ হলে ফ্যান চালিয়ে দিতে হবে। বাতাসের দ্রুত প্রবাহে কাপড় দ্রুত শুকাবে।

৬. ঘরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিতে হবে। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

৭. জরুরি প্রয়োজনে ভেজা কাপড় আয়রন দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, কাপড়টা যেন খুব ভেজা না হয়। কিছুটা শুকিয়ে গেলে তারপর হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার চলতে পারে।

ঢাকা/এসএ